মাথায় আঘাত পাওয়া চেলসি অধিনায়ক এখন সুস্থ
ঘরের মাঠে টেবিলের শেষ দল সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হারের তিক্ততা তো আছেই, চেলসির জন্য আরো বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অধিনায়ক সিজার আজপিলিকুয়েতার মাথায় আঘাত পাওয়া।
সাউদাম্পটনের সেকুউ মারার বুট সজোরে আঘাত হানে চেলসির স্প্যানিশ ডিফেন্ডারের মাথার সামনে দিকে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান আজপিলিকুয়েতা।
হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই অবশ্য জ্ঞান ফেরে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আজপিলিকুয়েতা। সাথে লিখেছেন, ভালো আছেন তিনি।
তার শারীরিক অবস্থার যারা খবর নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন চেলসির হয়ে ৫০০'র বেশি ম্যাচ খেলা এই রাইট-ব্যাক।
সুস্থবোধ করলেও চেলসির পরবর্তী ম্যাচেই তিনি খেলতে পারবেন না। শঙ্কা পুরোপুরি কেটে যাওয়ার পরই আবার মাঠে নামার সবুজ সংকেত পাবেন আজপিলিকুয়েতা।