মে মাসের আগে বিক্রি হচ্ছে না ইউনাইটেড
এক প্রকার ইঁদুর-বেড়াল খেলা চলছে ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করা নিয়ে। এই শোনা যাচ্ছে ক্লাব কিনে নিয়েছেন কাতারি শেখ, পরক্ষণেই আবার শোনা যাচ্ছে ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফই হতে যাচ্ছেন ইউনাইটেডের পরবর্তী মালিক।
কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। ইউনাইটেডের বর্তমান মালিকপক্ষ গ্লেজার্স পরিবার ক্লাব বিক্রি করার জন্য কমপক্ষে ৬ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড চান বলে খবর।
বর্তমান মালিকদের নিয়ে খুশি নন ইউনাইটেড সমর্থকরা। বেশ কিছুদিন ধরেই 'গ্লেজার্স আউট' ব্যানার নিয়ে মাঠে আসছেন তারা। তাই গ্লেজার্সদের হাত থেকে মুক্তি পেলে হাঁফ ছেড়ে বাঁচবেন রেড ডেভিল ভক্তরা।
কিন্তু মে মাসের আগে সেই সম্ভাবনা নেই বললেই চলে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪.৫ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন জিম র্যাটক্লিফ। এটিই তার চূড়ান্ত প্রস্তাব বলে জানা গিয়েছে। অপরদিকে ইউনাইটেডকে কেনার দৌড়ে আছেন কাতারি শেখ হামাদ বিন থানিও।
২০০৩ সালে ইউনাইটেডকে কেনে আমেরিকান ধনকুবের পরিবার গ্লেজার্স। প্রায় ২০ বছর মালিক থাকার পর শেষপর্যন্ত ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন দেখার বিষয়, গ্লেজার্সদের চাওয়া ৬ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব কে মেলাতে পারেন।