টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
তার বরখাস্ত হওয়া সময়ের ব্যাপার ছিল। অবশেষে সেই সিদ্ধান্ত চলে এলো। ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি একটি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক ডাচ, টেন হাগেরই সহকারী এবং ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ভ্যান নিস্টলরয়কে।
টেন হাগকে বরখাস্ত করা নিয়ে ইউনাইটেডের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, 'এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের সময়কালে তিনি যা কিছু করেছেন, সে জন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।'
গত আড়াই বছরে ম্যানচেস্টার ইউনাইটেডকে একটি করে লিগ কাপ ও এফএ কাপ জেতালেও প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেননি টেন হাগ। এই মৌসুমে ইউনাইটেড নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে। সব মিলিয়ে এই ডাচ কোচের ওপর ছিল ভীষণ চাপ। শেষ পর্যন্ত যা সামলে টিকতে পারলেন না ৫১ বছর বয়সী টেন হাগ।