'এভাবে হারলে আমি কয়েক মাস লুকিয়ে থাকতাম'
সদ্যই ছয় বছরের শিরোপা খরা কাটিয়ে ইংলিশ লিগ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের শেষ আটেও উঠেছে রেড ডেভিলরা। ইউরোপা লিগে বার্সেলোনাকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আছে তৃতীয় স্থানে।
ইউনাইটেড সমর্থকদের মনে হতেই পারে তাদের দল আবারো নিজেদের সেরা রূপে ফিরে আসছে। কিন্তু সেই দলে নেই ইউনাইটেডের সাবেক অধিনায়ক এবং ক্লাব কিংবদন্তি রয় কিন।
ধুঁকতে থাকা লিভারপুলের কাছে যেভাবে ধ্বংস হয়েছে ট্যান হাগের দল তাতে ফিরে আসার কথা ভুলে যেতে পারেন তাদের ভক্তরা। এই হারের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ রেড ডেভিলদের সামনে।
চিরশত্রুদের কাছে পরপর দুই বছর এভাবে ঝড়ে উড়ে গেল ইউনাইটেড। আগের মৌসুমেই লিগের দুই ম্যাচ মিলিয়ে ৯-০ গোলের ব্যবধানে জিতেছিল লিভারপুল। এবার তো এক ম্যাচেই ৭ গোল ঢুকেছে ডেভিড ডি গেয়ার জালে।
অন্য অনেকেই মনে করলেও রয় কিন কখনোই ভাবেননি ইউনাইটেড এখনই নিজেদের পুরোনো রূপে ফিরেছে। বরং এভাবে হারার পর তিনি লুকিয়ে থাকতেন বলেই মন্তব্য করেছেন, 'আমার কখনোই মনে হয়নি এই দল ধারাবাহিকভাবে ভালো করবে। এই ধরণের ম্যাচ আমি খেলা অবস্থায় হারলে কয়েক মাস লুকিয়ে থাকতাম।'
ইউনাইটেড খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন ক্লাবের হয়ে ট্রেবল সহ আরো অনেক শিরোপা জেতা সাবেক এই অধিনায়ক, 'তাদের লজ্জায় মিশে যাওয়া উচিত। দুই গোল হজম করার পর অন্তত লড়াই করতে পারতো, এর কিছুই দেখা যায়নি তাদের মধ্যে।'
এরিক ট্যান হাগও নিজের দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার বিষয়, কত দ্রুত এই ধাক্কা সামলে আবারো সঠিক পথে ফিরতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড।