সাকিব যখন ডানহাতি ব্যাটসম্যান!
কয়েকটি পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। প্রায় সব পজিশনেই ব্যাট হাতে সফল বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর মধ্যে সবেচেয়ে সফল তিন নম্বরে। যদিও তিনি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে না পারলেও পরের দুই ইনিংসে তুলে নেন হাফ সেঞ্চুরি। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে এভাবেই চান চান্দিকা হাথুরুসিংহে।
জাতীয় দলের প্রধান কোচ জানালেন, দলের জয়ের প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন, সেখানেই ব্যাটিং করবেন সাকিব। এ কারণেই কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেরদিন তাকে কেবল বিগ শট অনুশীলন করতে দেখা গেল! যেখানে তিনি একটা সময়ে গিয়ে হয়ে উঠলেন ডানহাতি ব্যাটসম্যানও। বাঁহাতি সাকিবের ডানহাতি হয়ে ওঠার কারণ অবশ্য পরে বোঝা গেছে, সুইচ হিট খেলতে তার এমন ব্যাটিং অনুশীলন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে ফুটবল নিয়ে কারিকুরি করতে দেখা যায় সাকিবকে, একটু পর খেললেন ফুটবলও। ব্যাটিং শুরুর আগে হাথুরুসিংহের সঙ্গে কথা বলার সময় শ্যাডো করছিলেন বাংলাদেশ প্রাণ ভোমরা, যেখানে তিনি ডানহাতে শ্যাডো করতে থাকেন। এটা যে এমনি এমনি করেননি, নেটে তার ব্যাটিং দেখে তা বোঝা গেল।
সাকিবকে নিয়ে গত কয়েকদিন ধরে জোর আলোচনা চলছে। আরাভ খান নামের হত্যা মামলার আসামীর দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়া নিয়ে তাকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যদিও বহু বিতর্কের জন্ম দেওয়া সাকিবকে অনুশীলনে বিচলিত দেখায়নি, বরং খোশ মেজাজে দেখা গেছে তাকে। এদিন সাকিব আগে সেন্টার উইকেটে বিগ শট অনুশীলন করে পরে নেটে যান। যেখানে বেশ কয়েকটি বলে ডানহাতে ব্যাটিং করার পাশাপাশি সুইচ হিট অনুশীলন করেন।
বাংলাদেশের সর্বশেষ দুটি সিরিজে ভিন্ন তিনটি পজিশনে ব্যাটিং করেছেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা আছে। যদিও কদিন আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান, আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরিস্থিতি বিবেচনায় চার অথবা পাঁচ নম্বরে ব্যাটিং করবেন সাকিব। অধিনায়কের এমন ভাবনার সঙ্গে অবশ্য কোচের মতের অমিল পাওয়া গেল।
প্রথম ওয়ানডের আগের দিন সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন করা হলে হাথুরুসিংহে বলেন, 'এটা ঠিক, যেসব পজিশনে সে ব্যাটিং করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাটিং করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাটিং করবে।'
অন্যান্য পজিশনে রান পেলেও তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব। তিন নম্বরে ব্যাটিং করে ৩৬ ইনিংসে ৪৯.৬৪ গড় ও ৮৬.৮০ স্ট্রাইক রেটে ১ হাজার ৫৩৯ রান করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এই পজিশনেই তার সেরা গড় ও বেশি স্ট্রাইক রেট। ২০১৯ বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করেই রেকর্ড বইয়ে নাম লেখান সাকিব। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ৮ ম্যাচে ২টি সেঞ্চুরি ৫টি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন তিনি, যা ছিল আসরের তৃতীয় সর্বোচ্চ।