সাকিব-লিটনদের আইপিএল খেলার প্রশ্নে কোচ বললেন, ‘সবার আগে দেশ’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানরা। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, দেশের খেলা থাকলে আইপিএলে খেলোয়াড় পাঠানোর কোনো সুযোগ নেই। জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন। লঙ্কান কোচ জানালেন, সবার আগে দেশ।
আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৬তম আসর। টি-টোয়েন্টিতে বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসরে সাকিব ও লিটনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিট্যালসেই আছেন মুস্তাফিজ। কিন্তু আইপিএলে খেলার আগে জাতীয় দল নিয়ে ভাবতে হবে তাদের। ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি পাঁচদিনে গড়ালে চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
এই টেস্ট খেলতে হলে আইপিএলের প্রথম সপ্তাহে খেলা হবে না বাংলাদেশের ক্রিকেটারদের। পরবর্তীতেও আইপিএল ছাড়তে হতে পারে এই তাদের। আইপিএল চলাকালীন মে মাসে ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সফর ৮-১০ দিনের মতো। সব মিলিয়ে দুই দফায় আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে কলকাতার সঙ্গে থাকা হবে না সাকিব, লিটন, মুস্তাফিজদের।
সাকিব ও লিটনের আইপিএল খেলার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুস্তাফিজের নামও উল্লেখ করেন হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, 'আমার মনে হয় মুস্তাফিজও… তিন জন। বোর্ডের সিদ্ধান্ত হলো দেশের হয়ে আগে খেলতে হবে। বোর্ড তাদেরকে এই বার্তাই দিয়েছে, তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে এমনকি নিলামে নাম তোলার আগেও, সেটা একই আছে।'
মানের দিক থেকে আইপিএল উন্নত টুর্নামেন্ট বলে এখানে খেললে দক্ষতা বাড়ে ক্রিকেটারদের, অভিজ্ঞতার ঝুলি হয় সমৃদ্ধ। কিন্তু এসবের আগে দেশের হয়ে খেলার ব্যাপারটি ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন হাথুরুসিংহে, 'হ্যাঁ, তাদের স্কিলের উন্নতি হয় আইপিএলে খেলে। এটা নিয়ে সন্দেহ নেই, এটা শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সব কিছুর আগে প্রাধান্য পাবে দেশের হয়ে খেলা।'