পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের
শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিলো ৫ রান। প্রথম ৪ বলে ৩ রান দেন পাকিস্তানের পেসার জামান খান। উত্তেজনার পারদ যখন চড়ছিলো ঠিক তখনই পঞ্চম বলে চার মেরে আফগানিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাজিবুল্লাহ।
দুদিন আগেই যে কোনো ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। এবার সেই অর্জনকেও ছাড়িয়ে সিরিজই জিতে নিলো যুদ্ধবিধ্বস্ত দেশটি।
শারজাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে এক বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। ১৩১ রানের লক্ষ্য হলেও শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আফগানিদের।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পাওয়া শাদাব খান। ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেন তাহির ও ইমাদ ওয়াসিম। ২৩ বলে ১৩ রান করে আউট হন তাহির।
তবে রান এগোচ্ছিল না পাকিস্তানের, অধিনায়ক শাদাব খান চেষ্টা করেন গতি বাড়ানোর। তার ২৫ বলে ৩২ রানের সাথে ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ৫৭ বলে ৬৪ রান করে। পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩০।
অল্প পুঁজি নিয়েও বেশ আটোসাটো বোলিং করেছেন পাকিস্তানের বোলাররা। আফগানিস্তানকে এই লক্ষ্য টপকাতে খেলতে হয়ে ১৯.৫ ওভার পর্যন্ত। ৪৯ বলে ৪৪ রান করেন ওপেনার রহমানুল্লাহ। ইব্রাহিম জাদরান খেলেন ৪০ বলে ৩৮ রানের ইনিংস।
শেষদিকে নাজিবুল্লাহর ১২ বলে ২৩ আর নবীর ৯ বলে ১৪ রানের ইনিংসের কল্যাণে জয়ের দেখা পায় আফগানিস্তান। সেইসাথে সিরিজ জয়ও নিশ্চিত করে আফগানরা।