মিরপুর টেস্টে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা
আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ দুটি সিরিজের পর একমাত্র টেস্টের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইরিশদের বিপক্ষে তার না খেলার সম্ভাবনাই বেশি।
তামিমের ছেলে আরহাম ইকবাল অসুস্থ। এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। তাই প্রথম টেস্টে তামিমকে ছাড়াই মাঠে নামার পরিকল্পনা সাজাতে হতে পারে বাংলাদেশকে। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও তামিমের খেলার ব্যাপারে তিনি আশাবাদী।
তামিমকে নিয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, 'তামিমকে নিয়ে একটু সমস্যা আছে। তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে। সে শেষ পর্যন্ত খেলবে কিনা, আমি নিশ্চিত নই। আশা করি হয়তো খেলবে। কিন্তু তারও পারবারিক সমস্যা আছে।'
প্রায় সাত মাস পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম। দেশসেরা এই ব্যাটসম্যানের টেস্ট না খেলার সময়টা আরও দীর্ঘ। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করা তামিম। ৯ মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে দীর্ঘতম ফরম্যাটে ফেরার কথা তার।
শেষ পর্যন্ত তামিম না খেললে দরজা খুলতে পারে মাহমুদুল হাসান জয়ের। সাদমান ইসলাম অনিকের সঙ্গে ইনিংস উদ্বোধন করা যেতে পারে তাকে। এদিকে চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনে ভুগছেন ডানহাতি এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান তিনি। বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে ওঠা তাসকিনকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।