দারুণ সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে টাকার
যে দল ছিল ইনিংস হারের শঙ্কায়, সেই দলকেই অন্য স্বপ্ন দেখাচ্ছেন লরকান টাকার। অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়া ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেঞ্চুরি করে নিজের নাম তুলেছেন ইতিহাসে। টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি, অভিষেকেও আইরিশদের দ্বিতীয় সেঞ্চুরিয়ান। অভিষেকেই সেঞ্চুরি করা কেভিন ও'ব্রায়েন এতোদিন আইরিশদের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন।
সাত নম্বরে নেমে বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন টাকার। আয়ারল্যান্ডকে খাদের কিনার থেকে উদ্ধার করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত এবাদত হোসেনের বলে আউট হন। ফেরার আগে ১৬২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১০৮ রানের দারুণ ইনিংস খেলেন। এর আগে অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ১১১ রানের জুটি গড়েন টাকার। এ দুজনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৩৪ রান তুলেছে আয়ারল্যান্ড, তাদের লিড দাঁড়িয়েছে ৭৯।
টাকারের ব্যাটে লিড নিলো আয়ারল্যান্ড
ইনিংস হারের শঙ্কা উড়িয়ে মিরপুর টেস্টে লিড নিলো আয়ারল্যান্ড। অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লরকান টাকার। এই দুজনের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে আয়ারল্যান্ড। তাদের লিড দাঁড়িয়েছে ৩১ রানের। টাকার ৮১ ও ম্যাকব্রাইন ২২ রানে ব্যাটিং করছেন।
ইনিংস ব্যবধানে জিততে পারবে বাংলাদেশ?
মিরপুর দ্বিতীয় দিন শেষ বিকেলে ১৩ রানেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। তখন মনে হচ্ছিল ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে সফকারীরা। ঠিক ওই সময়ে প্রতিরোধ গড়ে দিনের বাকিটা সময় পার করেন হ্যারি টেক্টর ও পিটার মুর। তৃতীয় দিনও কিছুটা সময় পার করেন। এরপর লরকান টাকারের সঙ্গে জুটি গড়ে দলকে ইনিংস হারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন টেক্টর।
তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৫ উইকেটে ৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড। টেক্টর ১৩২ বলে ৪৩ ও টাকার ৪৩ বলে ২৪ রানে অপরাজিত আছেন। ইনিংস হার এড়াতে আরও ৬২ রান করতে হবে নিজেদের চতুর্থ টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড। আগের তিন টেস্টে হারলেও তারা কখনও ইনিংস ব্যবধানে হারেনি।
পঞ্চম উইকেটে ১৫৪ বলে ৩৮ রানের জুটি গড়া টেক্টর ও মুর তৃতীয় দিন সাবধানেই শুরু করেন। এদিন ২৪ রান যোগ করেন এ দুজন। দলকে বিপদ থেকে বাঁচাতে প্রাণপণে লড়াই করে যাওয়া মুরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফেরার আগে ৭৮ বলে ৩টি চারে ১৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর টেক্টরের সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তুলেছেন টাকার। ষষ্ঠ উইকেটে ৮৯ বলে ইতোমধ্যে ৪২ রান যোগ করেছেন তারা। এই জুটির ওপরই মূলত আয়ারল্যান্ডের ভাগ্য নির্ভর করছে। এরপরে রান করা বা প্রতিরোধ করার মতো তেমন ব্যাটসম্যান নেই তাদের।
প্রথম ইনিংসে মাত্র ৩ ওভার বোলিং করা সাকিব দ্বিতীয় ইনিংসে দেরি করেননি। আইরিশদের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই বোলিং আসেন তিনি, আর চতুর্থ বলেই তুলে নেন জেমস ম্যাককলামের উইকেট। যদিও সাকিবের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হন তিনি। ম্যাচে এখন পর্যন্ত এটাই একমাত্র সফল রিভিউ।
এরপর আইরিশদের জন্য আতঙ্কের নাম হয়ে ওঠেন তাইজুল। আগের ইনিংসে সবচেয়ে বেশি ভোগানো বাংলাদেশের এই স্পিনার দুই ওভারের ব্যবধানে মারে কমিন্স ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নিকে ফিরিয়ে দেন। এক ওভার পরে গিয়ে আবারও সাকিবের তোপ, এবার তার শিকার কার্টিস ক্যাম্ফার। ১৩ রানে ৪ উইকেট হারানো দলকে পরে আর উইকেট হারাতে দেননি হ্যারি টেক্টর ও পিটার মুর।