মেসির বার্সেলোনার বাসায় চুরির চেষ্টা!
পিএসজিতে খেলার সুবাদে লিওনেল মেসি নিজের পরিবার নিয়ে থাকছেন প্যারিসে। জীবনের বেশিরভাগ সময়ই বার্সেলোনা শহরেই থাকা হয়েছে তার। এমনকি, ক্যারিয়ার শেষ করার পর স্পেনের এই শহরেই থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
বর্তমানে মেসির না থাকার সুযোগ নিয়েই তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছে চোরেরা। বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে বাড়ি আছে মেসির।
বৃহস্পতিবার সকালের দিকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তার সেই বাড়ির সীমানায় ঢুকে পড়েন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু সফল হতে পারেননি।
স্প্যানিশ ফ্রি টু এয়ার টিভি চ্যানেল 'অ্যান্টেনা ৩'র 'অ্যান্ড নাও সনসোলেস' অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম 'ল্যান্স।'
পরে গ্যারাজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও। পুলিশ আসার আগেই চোরেরা পালিয়ে যায় বলে জানিয়েছে ল্যান্স। দুই চোরের এই আসা–যাওয়ার ভিডিও ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়। কালো হুডি পরে এসেছিল দুই চোর।
সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ওই এলাকায় যাওয়ার পর সেখানকার বাসাবাড়ির দাম নাকি বেড়ে গিয়েছিল। কোনো বাড়ির ন্যূনতম দাম বেড়ে দাঁড়ায় অন্তত ৫০ লাখ ডলার।