মেসি-এমবাপ্পেদের কোচ হবেন মরিনহো?
লিওনেল মেসির ব্যাপারে পিএসজি কী সিদ্ধান্ত নেবে সেটি এখনো জানা যায় নি৷ আপাতত দুই সপ্তাহের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এই ফাঁকেই নিজেদের নতুন কোচ খোঁজার কাজটাও করে ফেলছে পিএসজি।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পাশাপাশি লিগেও আধিপত্য বিস্তার করতে না পারায় ক্রিস্তোফ গালতিয়েরকে ছাঁটাই করতে পারে পিএসজি। সামনের মৌসুমে তাদের কোচ হওয়ার সম্ভাবনা আছে হোসে মরিনহোর!
৬০ বছর বয়সী মরিনহো বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে আছেন। সেখানে বেশ ভালো করছেন তিনি৷ যদিও মরিনহোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি পিএসজি। তার এজেন্টের সঙ্গেই আপাতত আলোচনা চলছে ক্লাবটির।
রোমার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি আছে মরিনহোর। ক্লাবটিকে তাদের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান শিরোপা এনে দিয়েছেন গত মৌসুমে। এবারও ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠেছে রোমা। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে তাদের৷
মরিনহো যদি শেষ পর্যন্ত পিএসজির কোচ হয়ে যান আর মেসিও সামনের মৌসুমে দলে থাকেন, তাহলে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বপালন করার সময় মেসির শত্রু মরিনহোই হয়ে যাবেন তার কোচ।