১৯ বছর পর নাদালকে ছাড়াই ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেনের ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। ক্যারিয়ারে মোট গ্র্যান্ডস্লাম জিতেছেন ২২টি। যা ছেলেদের টেনিস ইতিহাসে নোভাক জোকোভিচের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। তবে এবারের ফ্রেঞ্চ ওপেনে নাদাল খেলছেন না, নিশ্চিত করেছেন তিনি নিজেই।
নিজের প্রিয় জায়গা রোলা-গারোতে এবার থাকছেন না রাফায়েল নাদাল। ১৪ বার জেতা টুর্নামেন্টটি চোটের কারণে এবার এই স্প্যানিশ মিস করবেন।
মে'র ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া ফ্রান্সের মাটির কোর্টের এই টুর্নামেন্টের আগে পূর্ণ ফিটনেসে ফেরা সম্ভব হয়নি নাদালের।
হিপে চোটের কারণে জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেনের পর আর খেলেন নি নাদাল। অস্ট্রেলিয়াতে জিতে নাদালের সমান ২২ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়েন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। নিজের প্রিয় জায়গায় জিতে জোকোভিচকে ছাড়িয়ে যাবার সুযোগ ছিলো নাদালের সামনে।
সেটি তিনি এখন আর পাবেন না। চোট না সারায় একের পর এক টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনের প্রস্ততিমূলক টুর্নামেন্ট রোম ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে এ টুর্নামেন্টে রেকর্ড ১৪টি শিরোপা জেতা নাদাল বলেছেন, 'আমি রোলাঁ গারোতে খেলতে পারব না। এ টুর্নামেন্টটা আমার কাছে কতটা, সেদিক বিবেচনা করে আপনারা বুঝতেই পারছেন, এটা আমার জন্য কতটা কষ্টের।'
ধারণা করা হচ্ছে, নিজের ১৫ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের শেষ সুযোগ এবারই ছিলো নাদালের সামনে। চোটে জর্জরিত এই স্প্যানিশের বয়সও নেই অনুকূলে। সামনের জুনে ৩৭ বছর পূর্ণ হতে যাওয়া নাদাল আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন তার কোনো ঠিক নেই।
নাদালের নিজের কথার ইঙ্গিত অনুযায়ী, সামনের বছরের পরই অবসর নিতে পারেন তিনি, 'পেশাদার ক্যারিয়ারে হয়তো ২০২৪ সালই আমার শেষ বছর হবে।'