পিএসজির অনুষ্ঠান বাদ দিয়ে বার্সেলোনায় কোল্ডপ্লের কনসার্টে মেসি
ফুটবলীয় বিষয়ে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তার পরবর্তী গন্তব্য কোথায় সেটি এখনো নিশ্চিত না হলেও, বার্সেলোনা ভক্তরা স্বপ্ন দেখছেন ঘরের ছেলেকে ঘরে ফিরবেন।
সেই আশার পালে আরেকটু হাওয়া দিলেন মেসি নিজেই। বিশ্ববিখ্যাত গানের ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট ছিলো বার্সেলোনায়। দলবল নিয়ে মেসির হাজির হয়েছেন সেই কনসার্টে। সেটিও আবার নিজের ক্লাব পিএসজির অনুষ্ঠান বাদ দিয়ে।
প্রতিবছর ফ্রেঞ্চ ফুটবল ইউএনএফপি ট্রফি অনুষ্ঠান আয়োজন করে থাকে। লিগ ওয়ান, লিগ টু, ডি ওয়ান আর্কেমা (মেয়েদের প্রথম ডিভিশন)-এই তিন বিভাগের মৌসুমের সেরা খেলোয়াড়দের সম্মানিত করতে গত রাতে হয়েছে এই অনুষ্ঠানে।
পিএসজি এই অনুষ্ঠানের জন্য চারজনের দল ঘোষণা করে। যেই দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও মেসি। তবে মেসি পিএসজির এই অনুষ্ঠানে ছিলেন না। বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে গেছেন মেসি। বার্সা ভক্তরা 'মেসি, মেসি' স্লোগানে অনুষ্ঠান মাতিয়ে দেন।
পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনো চলছে জলঘোলা। অন্যদিকে আল হিলালের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তির কথাও শোনা গিয়েছিল। পরে জানা গেছে, তা ছিল শুধুই গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত হয়ে পড়েছে।