'মেসি নিজের সিদ্ধান্ত জানাবে সামনের সপ্তাহে'
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এখন লিওনেল মেসির দলবদল। পিএসজিতে আদৌ তিনি থাকছেন নাকি ক্লাব ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও, সেটিই এখন সবার প্রশ্ন।
পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, ফরাসি ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। পিএসজি আবার বলেছে, গালতিয়ের বলতে ভুল করেছেন।
পিএসজির হয়ে শেষ ম্যাচ নয়, বরং এই মৌসুমের শেষ ম্যাচ খেলবেন মেসি, গালতিয়ের এমনটা বলা উচিত ছিলো বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে আল-হিলালের ১৪ হাজার কোটি টাকার প্রস্তাবও আছে মেসির কাছে।
তাকে পেতে আগ্রহী ইন্টার মায়ামিও, বার্সেলোনা তো অনেক দিন ধরেই আশায় বুক বেঁধে আছে ঘরের ছেলেকে ফিরে পাবে বলে।
সবমিলিয়ে মেসির ভবিষ্যত নিয়ে ইঁদুর-বেড়াল খেলা চলছে। তবে এই অবস্থা বেশিদিন চলবে না, সেটি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ জাভি।
মেসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন জাভি। আর্জেন্টাইন কিংবদন্তিকে ক্লাবে ফেরাতে বদ্ধপরিকর তিনি। সেই জাভিই জানিয়েছেন, সামনের সপ্তাহে মেসি নিজেই তার পরবর্তী গন্তব্য কী হবে সেটি সবাইকে জানিয়ে দেবেন, ''মেসিকে নিয়ে কমপক্ষে ২০০টি গুঞ্জন পাবেন। কিন্তু আসল কথা হলো, মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সপ্তাহে। বার্সেলোনার দরজা তার জন্য খোলাই আছে। এ নিয়ে বিতর্কের জায়গা নেই।'
কোচ হিসেবে মেসির প্রতি শতভাগ সমর্থন আছে বলেই জানিয়েছেন জাভি, 'কোচ হিসেবে আমার দিক দিয়ে মেসির বার্সেলোনায় আসার ব্যাপারে সর্বোচ্চ সমর্থন আছে। সে বার্সেলোনায় এলে আমরা তাকে আনন্দের সঙ্গেই গ্রহণ করব।'