ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি
নিজেদের দেশের মানুষ ছাড়া বাইরের কাউকে কোচ বানানোর রীতি নেই ব্রাজিল জাতীয় দলে। তবে এবার সেই ধারা ভেঙ্গে যাচ্ছে। কার্লো আনচেলত্তির সঙ্গে সব চুক্তি সেরে নিয়েছে ব্রাজিল ফেডারেশন বলে খবর!
২০০২ বিশ্বকাপ জেতার পর পাঁচ বিশ্বকাপে মাত্র একবারই সেমি-ফাইনাল খেলতে পেরেছে জোগো বনিতোর ধারক এবং বাহকেরা। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিলের জন্য যা চরম ব্যর্থতার শামিল।
তার উপর কাতারে সর্বশেষ বিশ্বকাপ জিতে নিয়েছে নিজেদের চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা, আলবিসেলেস্তেরা শেষ তিন বিশ্বকাপের দুটিতেই খেলেছে ফাইনাল। যেখানেই সেমি-ফাইনালই ব্রাজিল খেলেছে মাত্র একবার।
১৯৫৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের পর মাত্র একবারই এর চেয়ে দীর্ঘ খরা দেখেছে ব্রাজিল ফুটবল, ১৯৭০ বিশ্বকাপ জয়ের পর আরেকটি বিশ্বকাপ জিততে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ২৪ বছর। ২০২৬ বিশ্বকাপে সেই অপেক্ষার পালা স্পর্শ করবে সেলেসাওরা।
কিন্তু সেটি যেন আর দীর্ঘ না হয় সেই ব্যবস্থাই যেন করছে ব্রাজিল ফেডারেশন। কার্লোস দুঙ্গা, স্কলারি, তিতেদের দিয়ে যা হয়নি তাই করার জন্য এবার ব্রাজিল শরণাপন্ন হচ্ছে কার্লো আনচেলত্তির।
ইতালিয়ান এই কোচকে কে না চেনে! চার চারবার চ্যাম্পিয়ন লিগ জেতা একমাত্র কোচ তিনি, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জিতেছে তার অধীনের। এমনকি ২০১৪ সালে ১২ বছরের চ্যাম্পিয়ন্স লিগ না জেতার খরা রিয়াল ঘুচিয়েছিল আনচেলত্তির অধীনেই।
এসি মিলান, চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো ক্লাবগুলোকে কোচিং করানো ৬৩ বছর বয়সী আনচেলত্তি ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন। সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে এএফপি।
আনচেলত্তি দায়িত্ব নেয়ার আগে ব্রাজিলের দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। গতকাল তাকে রামন মেনেজেসের পরিবর্তে দায়িত্ব দিয়েছে সিবিএফ।
আনচেলত্তির কোচ হওয়ার মাধ্যমে সেলেসাওদের ফুটবল ইতিহাসে বড় ধরণের একটি পরিবর্তনের স্বাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব।