ছন্নছাড়া ব্যাটিংয়ে অল্পতেই শেষ বাংলাদেশ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/05/hridoy.jpg)
বেশ কয়েকজন ব্যাটসম্যান থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। এর মধ্যে কেউ কেউ অবশ্য পুরোটা সময়ই সংগ্রাম করেছেন রান তুলতে, তাই থিতু বলারও সুযোগ নেই। ফজলহক ফারুকী, রশিদ খান, মুজিব-উর-রহমানদের নিয়ে গড়া বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান অসহায় আত্মসমর্পণ করেছেন। সর্বোচ্চ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় কেবল ব্যতিক্রম ছিলেন, তার ব্যাটেই লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৯ উইকেটে ১৬৯ রান তুলেছে। বৃষ্টির হানায় ওভার কমিয়ে ৪৩ ওভার করা হয়, এরপরও বাংলাদেশের সংগ্রহকে লড়াকু বলার সুযোগ নেই।
হৃদয় ৬৯ বলে ৩টি চারে ৫১ রানের ইনিংস খেলেন, ওয়ানডেতে এটা তার তৃতীয় হাফ সেঞ্চুরি। এ ছাড়া তামিম ইকবাল ১২, লিটন কুমার দাস ২৬, নাজমুল হোসেন শান্ত ১২ ও সাকিব আল হাসান ১৫ রান করেন। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। আফগান পেসার ফজলহক ২৪ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান রশিদ ও মুজিব। একটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী।
বৃষ্টিতে কাটা গেল ওভার
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/05/rain_3.jpg)
বৃষ্টির হানায় ওভার কাটা গেল বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে। ৪৩ ওভারের ম্যাচ হবে, খেলা শুরু হবে ৬টা ৫০ মিনিটে। বৃষ্টির প্রথম হানায় ওভার কমেনি। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে অনেকক্ষণ খেলা বন্ধ থাকে, এবার তাই ওভার কমে এসেছে। ৩৪.৩ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। তাওহিদ হৃদয় ৪২ ও তাসকিন ৩ রানে অপরাজিত আছেন।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/05/rain_2.jpg)
আবারও বৃষ্টির হানায় খেলা বন্ধ
চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে বৃষ্টির কবলে পড়েছে। ১৬তম ওভারের সময় বৃষ্টি শুরু হয়েছিল। বেশিক্ষণ বৃষ্টি না থাকায় খেলা আবার শুরু হয়। ৩৫তম ওভারে আবারও বৃষ্টি হানা দেয়। উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কোণঠাসা অবস্থায় আছে। আফগানদের দারুণ বোলিংয়ের সামনে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান অসহায় আত্মসমর্পণ করেছেন। ৩৪.৩ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। তাওহিদ হৃদয় ৪২ ও তাসকিন ৩ রানে অপরাজিত আছেন।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/05/mushi.jpg)
সাকিব-মুশফিকের পর থামলেন আফিফও, কোণঠাসা বাংলাদেশ
সাত রানের মধ্যেই লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেই বিপদ আরও বাড়লো ঘরের মাঠের দলটির। এবার ব্যবধান আরও কম, মাত্র চার রানের ব্যবধানে সাজঘরে ফিরে গেলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশ যখন কোণঠাসা, তখন বিদায় নিলেন দুই সিরিজ পর একাদশে ফেরা আফিফ হোসেন ধ্রুবও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধুঁকে ধুঁকে ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ।
চাপ দলকে পথ দেখানোর চেষ্টায় আছেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ২৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রান। হৃদয় ৩৫ ও মিরাজ ১ রানে ব্যাটিং করছেন।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/07/05/rain.jpg)
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে বিরতি দিলো বৃষ্টি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দারুণ বোলিংয়ের বিপক্ষে শুরু থেকেই রান তুলতে সংগ্রাম করতে হচ্ছিল তামিম ইকবাল ও লিটন কুমার দাসকে। তবু একটা পর্যায়ে দুজনকে থিতু মনে হচ্ছিল, যদিও তা কিছুক্ষণের জন্য। কারণ দলীয় ৩০ রানে থামেন তামিম। তার জন্য ভীতির কারণ ফজলহক ফারুকীর বলেই আউট হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান ম্যাচে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ২১ বলে ২টি চারে ১৩ রান করেন তামিম। তার বিদায়ের ধাক্কা সামলে জুটি গড়ে তোলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। রান তুলতে লিটনকে সংগ্রাম করতে হলেও শান্তকে শুরু থেকেই সাবলীল দেখাচ্ছিল। এরপরও অবশ্য তাদের জুটি বড় হয়নি, ৩৫ রান যোগ করেন এ দুজন।
সাত রানের ব্যবধানে বিদায় নেন লিটন ও শান্ত। ৩৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৬ রান করা লিটন আফগান স্পিনার মুজিব-উর-রহমানের শিকারে পরিণত হন। মোহাম্মদ নবীর বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন ১৬ বলে ২টি চারে ১২ রান করা শান্ত।
চাপে পড়ে যাওয়া দলের হাল ধরেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। এ দুজন ১২ রানের জুটি গড়েছেন। সাকিব ১২ বলে ৪ ও হৃদয় ৯ বলে ৮ রান অপরাজিত আছেন। ১৫.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান।
১৬তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ উইকেট কভার দিয়ে ঢেকে রাখার পর সরানো হয়েছে। বিকাল ৪টায় খেলা শুরু হবে, কোনো ওভার কমেনি।