ভারতকে অল্প রানে আটকে জয়ের আশায় জ্যোতিরা
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের মেয়েদেরকে মাত্র ৯৫ রানে আটকে দিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় জ্যোতিরা৷
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশের মেয়েদের আঁটোসাটো বোলিংয়ে খুব বেশি রান তুলতে পারেনি সফরকারীরা।
উদ্বোধনী জুটিতে ৩৩ রান তুলে ফেলেছিল ভারত। এরপর ৭ বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।
নিয়মিত উইকেট হারিয়ে রানের গতি বাড়াতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে ভারতের৷
বাংলাদেশের হয়ে সুলতানা তিনটি এবং ফাহিমা দুটি উইকেট নেন। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০ রান।