‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে’
আন্তর্জাতিক নারী ওয়ানডে ক্রিকেটে আজ ভারতকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচ খেলার পর ভারতকে হারানোর স্বাদ পাওয়া গেল। আর এর মধ্যে দিয়ে ইতিহাস গড়ল নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতকে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সংবাদ সম্মেলনে এসে সেটিরই প্রকাশ করলেন তিনি।
ভারতকে প্রথমবারের মতো হারানোর অনুভূতি জানাতে গিয়ে জ্যোতি বলেন, 'আমরা যখনই যা করতেছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে..এটাও বলবো। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জেতা। বলবো যে অনেক লম্বা সময় প্লাস হচ্ছে মিরপুরের মাঠে জয়।'
নিজেদেরকে ইতিহাসের অংশই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি বলবো অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে।'
সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতলে আরো বড় ইতিহাস গড়বে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ জেতা তো আর যেনতেন কথা নয়। সেটির স্বপ্নই এখন দেখছেন জ্যোতি ও তার দল।