ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের মেয়েদের
প্রথম ওয়ানডে জিতে এগিয়ে যাওয়ার পর আজ সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ ছিলো বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু বড় ব্যবধানে হেরে সেটি করতে পারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
মিরপুরের শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা অসহায় আত্মসমর্পণ করেছেন। তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।
আগের ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপকে দমিয়ে রাখলেও এদিন আর পারেননি রাবেয়া-মারুফারা। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত। ৬৮ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নিলেও চাপটা ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা।
ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ৫২, জেমিমা রদ্রিগেসের ৮৬ রান করেন। যার সৌজন্যে বড় সংগ্রহ পায় ভারতের মেয়েরা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদা ও সুলতানা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশের ইনিংস। ১৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। ৩৮ রানের মাথায় লতা মন্ডল আউট হওয়ার পর চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করেন ফারাজানা ও রিতুমনি।
৪৭ রান করে ফারজানা আউট হয়ে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মাত্র ১৪ রানে শেষ ছয় উইকেট হারায় জ্যোতির দল। ভারতের জেমিমাহ মাত্র তিন রান দিয়ে চারটি উইকেট নেন। দেভিকা নেন তিন উইকেট।
১২০ রানে অলআউট হয়ে ১০৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচের জয়ী দলই সিরিজ জয়ের শিরোপা পাবে।