তাসকিনের পর লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়
বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম্বাবুয়ে আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন আহমেদ। হারারেতে চলমান এই টুর্নামেন্টের মাঝেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চায় ডাম্বুলা অরা। তাসকিনের পর এলপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও।
আসরটির বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন। প্রস্তাব পেলেও হৃদয় নিশ্চিত হতে পারেননি কয় ম্যাচের জন্য দলটি তাকে চায়। তাকে জানানো হয়েছে, টুর্নামেন্টটিতে খেলতে তাকে ১০ দিনের মতো থাকতে হবে সেখানে।
প্রস্তাব পাওয়ার বিষয়টি ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন হৃদয়, আবেদন করেছেন অনাপত্তিপত্রের। হৃদয় বলেন, 'জাফনা কিংস খেলার প্রস্তাব দিয়েছে। কয় ম্যাচের জন্য, সেটা আমি এখনও জানি না। তবে ১০ দিনের মতো থাকতে হবে। একবার শুনেছি তিনটা ম্যাচ, আবার শুনেছি ছয়টা; তো এখনও নিশ্চিত নই। এখনও অনাপত্তিপত্র পাইনি, পেলে খেলতে যাবো।'
এ বছরই জাতীয় দলে অভিষেক হয়েছে হৃদয়ের। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। অভিষেক রাঙানো তরুণ এই ব্যাটসম্যান অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন দলের অন্যতম ব্যাটিং ভরসা। ৯ ওয়ানডেতে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪৮.২৮ গড়ে ৩৩৮ রান করেছেন হৃদয়। ৮ টি-টোয়েন্টিতে ২৬.০০ গড়ে তার রান ১৫৬। অনাপত্তিপত্র পেলে এলপিএল হতে যাচ্ছে তার প্রথম বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা।
হৃদয়ের মতো তাসকিনেরও এলপিএলে খেলার ইচ্ছা আছে। তিনিও অনাপত্তিপত্র চেয়ে বিসিবিতে আবেদন করে রেখেছেন। খেলার অনুমতি মিললে জিম্বাবুয়ে থেকে সরাসরি শ্রীলঙ্কা যাবেন তাসকিন। ডাম্বুলা অরা তাকে লোভনীয় প্রস্তাবই দিয়েছে। জানা গেছে, সাত ম্যাচের জন্য তাসকিনকে ৬০ হাজার ডলারের প্রস্তুাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর, শেষ হবে ২০ আগস্ট। এ সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় তাসকিন ও হৃদয় দুজনই আসরটিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন বিসিবিকে। তবে খেলা না থাকলেও এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। এ কারণেই মূলত বিসিবি ভেবে দেখছে এ দুজনকে এলপিএলে খেলার অনুমতি দেওয়া ঠিক হবে কিনা।