এমবাপ্পের জন্য আল-হিলালের ৩৫০০ কোটি টাকার প্রস্তাবে রাজি পিএসজি
কিলিয়ান এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। নতুন খবর হলো, এই প্রস্তাব গ্রহণ করেছে পিএসজি।
এমবাপ্পে দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদে যোগদানের অভিপ্রায় প্রকাশ করেছেন। গত গ্রীষ্মে আলোচনা অনেক দূর গড়ালেও পিএসজিতেই থেকে যান এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। এখন আল-হিলাল তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে।
পিএসজি এই বিশাল অংকের প্রস্তাবে রাজি হলেও এখন বল এমবাপ্পের কোর্টে। ফরাসি এই তারকা আল-হিলালের বিশাল বেতনের প্রস্তাব গ্রহণ করলে তা হবে দলবদলের বিশ্বরেকর্ড ফি।
ফরাসি চ্যাম্পিয়নরা এমবাপ্পেকে বিক্রি করা হবে বলে জানিয়ে দিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রাক-মৌসুম সফরের জন্য তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র ক্লাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়দের ধরে রাখার স্পষ্ট বার্তা দিয়েছে পিএসজি।
এই ফরোয়ার্ডের চুক্তির এক বছর বাকি আছে এবং তিনি নতুন চুক্তিতে সই করতে রাজি নন। পিএসজি বিশ্বাস করে, এমবাপ্পে ইতিমধ্যেই পরের গ্রীষ্মে বিনামূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন।
মোনাকো থেকে ১৫০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে কেনা এমবাপ্পেকে ফ্রি-তে ছাড়তে চায় না পিএসজি।
চুক্তির মেয়াদ না বাড়ালে আর হয়তো পিএসজির জার্সিতে দেখা যাবে না ২৪ বছর বয়সী এই তারকাকে।