এলপিএল খেলা হচ্ছে না তাসকিনের, বাকিদের ব্যাপারে ইতিবাচক বিসিবি
বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম্বাবুয়ে আফ্রো টি-টেন খেলার মাঝেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পাওয়ার কথা বিসিবিকে জানান তাসকিন আহমেদ, আবেদন করেন অনাপত্তিপত্রের। অনুমতি নাও মিলতে পারে, শুরুতেই তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল। সেটাই হতে যাচ্ছে, ডানহাতি এই পেসারকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।
ওয়ার্ডলোড বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে বাকিদের খেলার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ডাম্বুলা অরা সাত ম্যাচের জন্য তাসকিনকে ৭০ হাজার ডলার দিতে প্রস্তুত ছিল। জাফনা কিংসে ডাক পাওয়া তাওহিদ হৃদয় ও কলম্বো স্ট্রাইকার্সে সুযোগ পাওয়া শরিফুল ইসলামকে অনাপত্তিপত্র দেওয়া হবে। ৩০ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গল টাইটান্সের হয়ে খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কা গেছেন মোহাম্মদ মিথুন।
তাসকিনের অনাপত্তিপত্রের ব্যাপারে জানতে চাইলে মিরপুরে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে রিসেন্ট পার্টিসিপেশন ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তাসকিনের বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য প্লেয়ারদের সবাইকেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি।'
বিসিবির প্রধান নির্বাহী যদিও জানিয়েছেন, তাসকিনের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারটি বিবেচনাধীন আছে; আদতে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলার অনুমতি যে দেওয়া হবে না, তাসকিনকে ইতোমধ্যে তা জানিয়ে দেওয়া হয়েছে। খেলতে না যাওয়ার কারণে তাকে প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। আইপিএলকে না বলার কারণে চলতি মাসের শুরুতেই সাকিব আল হাসান, লিটন কুমার দাসের মতো প্রণোদনা পেয়েছিলেন তাসকিন।
যদিও নিজাম উদ্দিন এখনই সেই ঘোষণা দিচ্ছেন না, 'আগে আমরা অনাপত্তিপত্রের বিষয়টি ঠিক করি। এই ধরনের ক্ষতিপূরণ যেহেতু অতীতে দেওয়া হয়েছে, এটি আলোচনার বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে এটার ব্যাপারে বলতে পারব না। এটা অবশ্যই বোর্ডের পলিসির ব্যাপার। বোর্ড এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।'
অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, '(অনাপত্তিপত্রের ক্ষেত্রে এশিয়া কাপ, বিশ্বকাপের কথা মাথায় রেখে) আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যাচ্ছি। আমরা ওয়ার্কলোডটা মূলত কনসিডার করছি। যারা আগে অ্যাভেইলেবল ছিলেন না কোনো কারণে, তাদের হয়তো খেলার সুযোগ দেওয়া হবে। তো এটা প্লেয়ার টু প্লেয়ার ডিপেন্ড করবে। ইন্ডিভিজুয়ালি এসেস করে তারপর আমরা এটা দিচ্ছি।'