বার্সাকে আপাতত চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতি দিলো উয়েফা
অর্থের বিনিময়ে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ আছে বার্সেলোনার কাঁধে। এই অভিযোগের কারণে কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ খেলা শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। অভিযোগ এখনও বলবৎ, তবে ক্লাব ফুটবলে ইউরোপ সেরা আসরটিতে খেলার অনুমতি মিলেছে বার্সার।
চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলতে বাধা নেই বার্সেলোনার। অস্থায়ীভাবে বার্সাকে খেলার অনুমতি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্প্যানিশ ক্লাবটিকে খেলার ছাড়পত্র দেওয়ার ঘোষণায় ২০২৩-২৪ মৌসুম উল্লেখ করেছে উয়েফা। অভিযোগের ব্যাপারে ভবিষ্যতে প্রমাণ পাওয়া গেলে আবারও তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার উয়েফার বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে বার্সেলোনাকে অস্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, উয়েফা প্রতিযোগিতায় বার্সার অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত সংরক্ষিত আছে বলে জানানো হয়।
চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরকে (ইডিআই) অবহিত রাখতে এবং অনুরোধ করা সমস্ত নথি ও তথ্য ইডিআইকে সরবরাহ করতে বার্সেলোনা বাধ্য থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে অর্থ দেওয়ার অভিযোগে গত মার্চে বার্সেলোনার বিরুদ্ধে মামলা করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পরে বার্সেলোনার একটি আদালত মামলা নিতে রাজি হয়।
১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি 'ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ'-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে। এরপর উয়েফাও তদন্ত শুরু করে।