ইংরেজি শিখছেন মেসি, সতীর্থরা স্প্যানিশ
প্রায় ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কখনো ইংরেজি ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে দেখা যায়নি লিওনেল মেসিকে। ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনাতেই খেলেছেন বলে সেটি খুব একটা দরকারও পরেনি তার।
তবে এবার এমন এক জায়গায় গিয়েছেন, যেখানে স্প্যানিশের চেয়ে ইংরেজি ভাষাই বেশি চলনসই। আর তাতে মেসিও নিজেকে মানিয়ে নিতে শিখছেন ইংরেজি।
আর্জেন্টাইন মহতারকার এই ভাষা শেখার কথা জানিয়েছেন ইন্টার মায়ামিতে তার সতীর্থ রবার্ট টেইলর। তবে এখনও খুব কম শব্দই রপ্ত করতে পেরেছেন মেসি। যার ফলে তার সতীর্থরাই স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করছেন যেন দলের অধিনায়কদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়।
এ বিষয়ে টেইলর জানান, 'আমি স্প্যানিশ শিখছি, মেসি ইংরেজি শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সে এখনও ভাঙা ভাঙা কয়েকটি শব্দই বলতে পারে।'
ভাষার বাঁধার কারণে মাঠে যোগাযোগের কোনো সমস্যা হয় না বলেও জানিয়েছেন টেইলর, 'মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি, ফুটবল নিজেই একটি ভাষা। এর মধ্য দিয়ে কারো সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের ভাষা একই না হলেও চলে।'