২৫ রুমের বাড়ি, ৯টি গাড়িসহ আল-হিলালের কাছে নেইমারের যত চাওয়া
ক্যারিয়ারের অনেক সময় বাকি পড়ে থাকলেও সৌদি আরবে কেন গেলেন নেইমার, এমন প্রশ্ন অনেক ভক্তের মনে। বিশেষ করে, নেইমারের শুভাকাঙ্খীরা যেন মানতেই পারছেন না তার এই সিদ্ধান্ত।
তবে ২৫ রুমের ম্যানশন, নয়টি গাড়ি সহ হাজার হাজার কোটি টাকার হাতছানি যে কারো জন্যই এড়িয়ে যাওয়া মুশকিল। নেইমারের মতো পার্টি প্রিয় কারো জন্য যা অসম্ভবই বটে।
সেই টোটকাই কাজে লাগিয়ে নেইমারকে সৌদি আরবে নিয়ে এসেছে আল-হিলাল। আল হিলালের কাছে নেইমারও বেশ কিছু বিলাসী দাবি রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২৫ রুমের বাড়ি চেয়েছেন।
বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও শরীর রিকভারির করতে গরম হওয়ার জন্য একটি বিশেষ রুম। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আটজন কর্মী চেয়েছেন।
নয়টি গাড়ি দাবি করেছেন তিনি। বাড়ি, গাড়ির পাশাপাশি তার ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের যাবতীয় সব খরচ বহন আল-হিলালকেই করতে হবে।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর জানিয়েছেন, দুই মৌসুমে ৩২০ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি ৩ হাজার ৬০০ কোটি টাকা পাবেন নেইমার। প্রতি বছর ১৬০ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৮০০ কোটি টাকা পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরো ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে জানা গিয়েছে। এতে করে প্রতি সপ্তাহে নেইমারের আয় দাঁড়াবে ৩০ মিলিয়ন ইউরো বা ৩৬০ কোটি টাকা।