নেইমারের আল-হিলাল অভিষেক কবে?
৯০ মিলিয়ন ইউরো খরচা করে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে এসেছে আল-হিলাল। ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে নেইমারকে বরণ করে নেওয়াও হয়ে গেছে।
তবে সহসাই সৌদি আরবের ক্লাবটির হয়ে মাঠে নামা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান তারকাকে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন।
পিএসজি থেকে চোট সঙ্গে করে নিয়ে এসেছেন নেইমার। যে কারণে আল-হিলালের হয়ে অনুশীলনে যোগ দিতে সময় লাগবে তার। সেটি হতে পারে এক মাসের মতো।
অর্থাৎ, নেইমারকে নতুন দলের জার্সিতে যারা দেখতে চাইছিলেন, সহসাই তাদের সেই আশা পূরণ হচ্ছে না।
দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০০ কোটি টাকা আয় করবেন তিনি।