লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব
লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। কদিন পরেই এশিয়া কাপ খেলার জন্য আবারো সেখানে দল নিয়ে যাবেন সাকিব।
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় খেলতে পারা সাহায্য করবে বলে মনে করেন সাকিব। এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়কত্ব দেওয়া হয়েছে এই বাঁহাতি অলরাউন্ডারকে।
এশিয়া কাপের আগে খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না। সেটি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, 'পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। সে হিসেবে টাইম। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।'
লঙ্কান প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কার মাটিতে খেলে এসেছেন সাকিব। এশিয়া কাপেও সেখানে খেলা আছে বাংলাদেশের। সেটি বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, 'শ্রীলঙ্কারটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো। ওদের প্লেয়ারদের সম্পর্কে আইডিয়া হলো। সেদিক থেকে ভালোই হলো।'
খেলা এবং অন্যান্য কাজ মিলিয়ে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন সাকিব। বাংলাদেশকে মিস করেছেন বলে জানালেন তিনি, 'যে কেউ দেশের বাইরে থাকলে দেশকে মিস করে। আমার ক্ষেত্রেও নতুন কিছু না। দেশে আসতে পেরে ভালোই লাগছে।'