পুরুষ দলের সমান ম্যাচ ফি পাবেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররাও
গত বছরই ভারত এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছিল, পুরুষ এবং নারী উভয় দলের খেলোয়াড়রা সমান ম্যাচ ফি পাবেন। এবার একই ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও।
এখন থেকে দক্ষিণ আফ্রিকার পুরুষ এবং নারী উভয় দলের ক্রিকেটাররাই ম্যাচ ফি পাবেন।
দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেটাররা প্রতি টেস্ট খেলার জন্য সাড়ে ৪ হাজার ডলার পান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ। প্রত্যেক ওয়ানডের জন্য ১ হাজার ২০০ ডলার অর্থাৎ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য ৮০০ ডলার অর্থাৎ প্রায় ৯০ হাজার টাকা পান প্রোটিয়াদের পুরুষ ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও নতুন সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ১১ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হচ্ছে। এর আগে চুক্তিবদ্ধ ছিলেন ছয় ক্রিকেটার।
গত দুই বছরে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ ক্রিকেটে সেমি-ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
আর এ বছর ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকার নারী দল। পুরুষ এবং নারী সব ধরনের ক্রিকেট মিলিয়েই এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো ফাইনাল খেলা ছিলো।