পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছেন এমবাপ্পে
থিয়াগো সিলভা ২০২০ সালে পিএসজি ছাড়ার পর থেকেই দলের অধিনায়কত্বের ভার মার্কিনিয়োসের কাঁধে। ফুটবলে যদিও অধিনায়কের ভূমিকা কোচের মতো নয়।
দলের কোচই ঠিক করে দেন অধিনায়ক কে হবেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছেন।
দলের অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র চর্চা করেছেন এনরিকে। গোপন ব্যালটের ভিত্তিতে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিনিয়োসই।
দ্বিতীয় অধিনায়ক দানিলো এবং তৃতীয় হয়েছেন কিমপেম্বে। একই জায়গায় কিলিয়ান এমবাপ্পেও প্রার্থী ছিলেন। ফরাসি তারকা পেয়েছেন মাত্র একটি ভোট। যেটি তাকে দিয়েছেন কাছের বন্ধু আশরাফ হাকিমি।
পিএসজি দলের মধ্যে এমবাপ্পের জনপ্রিয়তা আর আগের মতো নেই বলেই গুঞ্জন, মাত্র একটি ভোট পেয়ে চতুর্থ অধিনায়ক নির্বাচিত হওয়ার পর যা আরো জোরদার হলো।