এমবাপ্পেকে রিয়ালে আনার সম্ভাবনা উড়িয়ে দিলেন আনচেলত্তি
প্রতিবার গ্রীষ্মকালীন দলবদলের সময় এলেই একটি বিষয় অবধারিত, সেটি হলো কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন। আর প্রতিবারই গন্তব্য হিসেবে একটি ক্লাবের নামই সামনে আসে, রিয়াল মাদ্রিদ।
এবারের দলবদলেও এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠেছিল ভালোভাবেই। বিশেষ করে, বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক এতোটাই তিক্ত হয়ে গেছে যে, এমবাপ্পের ক্লাব ছাড়া সময়ের ব্যাপারই মনে হচ্ছিল।
তবে সেই ঝামেলা মিটিয়ে নিয়েছেন এমবাপ্পে। পিএসজিতেই থাকছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদিকে যেই রিয়াল মাদ্রিদ সমর্থকরা এমবাপ্পেকে সাদা জার্সিতে দেখার স্বপ্নে বিভোর ছিলেন, তাদেরকে হতাশ করেছেন কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, এমবাপ্পেকে নেওয়ার কোনো পরিকল্পনা নেই লস ব্লাঙ্কোসদের, 'কোনো সম্ভাবনা নেই। ১০০ ভাগ নিশ্চিত।'
এমবাপ্পেকে বিক্রি করতে ২৫০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় তিন হাজার কোটি টাকা চায় পিএসজি। যা রিয়াল মাদ্রিদ তো বটেই, কোনো ক্লাবই দিতে রাজি নয়। ফলে এমবাপ্পে পিএসজি পরবর্তী ভবিষ্যত রয়ে গেছে ধোঁয়াশাতেই।