দলের সঙ্গে যোগ দিতে রাতে লাহোর যাচ্ছেন লিটন
জ্বরের কারণে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যাওয়া হয়নি লিটন কুমার দাসের। তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে নেওয়া হয়। এই কদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠায় লিটনকে দলে যুক্ত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনকে দলে যুক্ত করার ব্যাপারে নিশ্চিত না হলেও বিসিবি তাকে পাকিস্তানে পাঠাচ্ছে।
দলে সঙ্গে যোগ দিতে আজ রাতেই লাহোরে যাচ্ছেন লিটন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত সাড়ে ৯টায় রওনা দেবেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। দোহা হয়ে পাকিস্তানে যাওয়ার কথা তার। বিসিবির একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হওয়ার কারণে বিসিবির এমন সিদ্ধান্ত।
সূত্রটি জানায়, দলে কয়েকজন ওপেনার থাকলেও কেউ-ই ভরসার জায়গা হয়ে উঠতে পারেননি। তাই লিটনকে দলে যুক্ত করার পরিকল্পনা বিসিবির। এ ছাড়া দল সুপার ফোরে ওঠায় ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর পরিকল্পনায় বাংলাদেশ। সব মিলিয়ে লিটনকে দলে নেওয়ার চেষ্টায় বিসিবি।
তবে লিটনকে দলে নেওয়ার ক্ষেত্রে বাধাও আছে। লিটন ছাড়াই বাংলাদেশের স্কোয়াডে ১৭ জন ক্রিকেটার আছেন। বিসিবির সূত্র জানিয়েছে, কারও বদলি হিসেবে তাকে দলে নিতে হবে নাকি ১৮তম ক্রিকেটার হিসেবে নেওয়া যাবে, এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মতামতের অপেক্ষায় বিসিবি।
নিশ্চিত না হয়েই কেন লিটনকে পাঠানো হচ্ছে? সূত্রটি জানায়, লিটনকে দলে নিতে দেরি করতে চায় না বিসিবি; সবুজ সঙ্কেত পেলেই যেন তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন। অনুমতি না পেলেও সমস্যা নেই, এরপরও লিটনকে প্রস্তুত রাখা হচ্ছে। কাউকে বাদ দেওয়ার পর ১৭ জনের দলে ঢুকবেন লিটন নাকি ১৮তম সদস্য হবেন, এসিসির মতামত জানার পর বিসিবি ঘোষণা দেবে।
লিটনকে দলে যুক্ত করা বা তার পাকিস্তানে যাওয়ার ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য কিছুই জানেন না। সোমবার তিনি বলেছেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই যে ও আজ যাচ্ছে। ও যে যাচ্ছে, এ খবরই আমি শুনিনি। আমি ওর সাথে কথা বলে প্রায়ই খোঁজ নিচ্ছি ওর আপডেটটা কী, তবে ও যে যাচ্ছে, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম।'
আজ রাত ৯টায় ফ্লাইটের কথা জানালে বিসিবি সভাপতি বলেন, 'যাচ্ছে? আশ্চর্য, আজ এখানে আমাদের নির্বাচকরা এসেছিল, ওরাও তো বললো না। কীভাবে যাবে, এসিসির অনুমোদন লাগবে। আমার সাথে আজ অধিনায়ক, কোচের কথা হয়েছে; ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে, সবার সাথে কথা হয়েছে, কেউ আমাকে কিছু বলে নাই। এটা আমার কাছে নতুন কিছু। আমার মনে হয় না (লিটন যাচ্ছে)।'