মাদক ব্যবসার দায়ে গ্রেপ্তার সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাকগিল
অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দেশটির হয়ে খেলা সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তার অপরাধ? মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনি!
সাবেক এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে গ্রেপ্তারের কারণ হিসেবে জানানো হয়েছে, বাণিজ্যিকভাবে কোকেন সরবরাহ করেছেন তিনি।
সাবেক এই লেগ স্পিনার গোয়েন্দা কর্মকর্তাদের নজরে আসেন ২০২১ সালের এপ্রিলে। সে সময় তিনি উত্তর সিডনিতে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে সশস্ত্র কিছু ব্যক্তির মাধ্যমে অপহৃত হন।
৫২ বছর বয়সী ম্যাকগিল সিডনিতে একটি রেস্টুরেন্টের মালিক। বিষয়টি নিয়ে লম্বা তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, ম্যাকগিলের ওই অপহরণ তার মাদক সরবরাহের সঙ্গে সম্পর্কিত।
পুলিশ বলেছে, বাণিজ্যিকভাবে নিষিদ্ধ মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছে ম্যাকগিলের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টি টেস্ট খেলেছেন ম্যাকগিল। যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট।