গোল করিয়ে শুরু নেইমারের আল-হিলাল অধ্যায়
সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর দলটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার অভিষেকটা হয়েছে দুর্দান্ত। আল-হিলাল জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
কদিন আগেই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নেইমার। সেই আনন্দের রেশ না কাটতেই আল-হিলালের হয়ে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
ঘরের মাঠে আল-হিলাল উড়িয়ে দিয়েছে আল-রিয়াদকে। ৬ গোলের কোনোটিই যদিও নেইমারের নিজের করা নয়। তবে গোল বানিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচে শুরু থেকে খেলেননি নেইমার। ৬৪ মিনিটে মাইকেলের বদলি হিসেবে মাঠে আসেন তিনি। ৮৩ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ম্যালকমের গোল বানিয়ে দেন নেইমার।
পরের ম্যাচ থেকে শুরুর একাদশেই দেখা যেতে পারে নেইমারকে। তার দল আল-হিলাল আছে সৌদি লিগের শীর্ষে।