মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা কী, জানালেন লিটন
মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ দলে জায়গা পাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। এশিয়া কাপের দলে অভিজ্ঞ এই ক্রিকেটারকে না রাখায় অনেক সমালোচনা হয়েছে, এমনকি তাকে ফেরানোর দাবিতে মানববন্ধনও হয়েছে। এশিয়া কাপের দলে জায়গা না হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যে মাহমুদউল্লাহ দলে থাকবেন, সেটা এক প্রকার নিশ্চিতই করে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ বিবেচনায় আছেন। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। তবে সেখানে ছিল না সৌম্য সরকারের নাম। বাঁহাতি এই ব্যাটসম্যানের অন্তর্ভূক্তিটা তাই চমকের মতোই। এই সিরিজে সুযোগ পাওয়ার অর্থ হচ্ছে মাহমুদউল্লাহর সঙ্গে বিশ্বকাপের দলে বিবেচনায় আছেন সৌম্যও।
তেমন হলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই দুই ক্রিকেটারের ভূমিকা কেমন হবে? ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের আগে উঠলো এমন প্রশ্ন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সরাসরি মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নিয়ে না বলে ম্যাচ পরিস্থিতির কথা জানালেন লিটন কুমার দাস।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পাওয়া লিটন বলেন, 'ভূমিকা নিয়ে আমি বলতে চাই না, পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে, ৩০-৩৫ ওভারের গেম থাকলে, উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক অভিজ্ঞ। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে, তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটসম্যানের দায়িত্ব রান করা।'
তিনটি সিরিজ ও এশিয়া কাপের পর বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এই দুজনের ফেরা নিয়ে লিটন বলেন, 'দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে সুবিধা হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা খেলাটা উপভোগ করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।'
সর্বশেষ গত মার্চে বাংলাদেশের পক্ষে ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তাকে বিশ্রাম দেওয়া হয়। পরে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দলের বাইরে থাকেন তিনি। টি-টোয়েন্টি আরও আগে খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গত বছর এশিয়া কাপের পরে আর এই ফরম্যাটে খেলা হয়নি তার। সৌম্য বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে।