বৃষ্টির হানায় কমে গেল ওভার
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাই সত্যি হয়ে দেখা দিল। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে থেকে থেকে বাগড়া দিয়ে যাচ্ছে বৃষ্টি। টসের পর বৃষ্টি নামলেও কিছুক্ষণ পর তা থেমে যায়, ঠিক সময়েই শুরু হয় খেলা। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ৪.৩ ওভারের পর শুরু হয়ে অনেকক্ষণ ঝরে বৃষ্টি, এতে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে। ৪২ ওভারের ম্যাচ হবে, খেলা শুরু হবে সাড়ে ৪টায়।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ-সৌম্য
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ঘরের মাঠে ম্যাচ খেলে শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলেছে বাংলাদেশের। বিশ্বকাপ দল বাছাইয়ের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটিকে পরীক্ষা-নিরীক্ষার হিসেবে নিয়েছে বাংলাদেশ। আর তাদের সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে আজ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া লিটন কুমার দাস। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে। যদিও বৃষ্টির হানা আছে, এই মুহূর্তে রোদ-বৃষ্টির খেলা হচ্ছে।
এই সফরে দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। সিরিজটি বিশ্বকাপের ঠিক আগে বলে বাংলাদেশও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। স্বভাবতই এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।
চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল গত জুলাইয়ের পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামছেন। অনেক আলোচনার পর সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে আছেন, তিনটি সিরিজ ও এশিয়া কাপের ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।
একাদশে থাকা সৌম্য সরকার আরও দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলছেন। ২০২১ সালের পর মার্চের পর ওয়ানডে খেলছেন তিনি। লম্বা সময় ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও একাদশে আছেন। গত বছরের জুলাইয়ের পর একাদশে জায়গা হলো তার।
ঘরের মাঠে ২০১০ সাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। সর্বশেষ এই ১৩ বছরে ঘরের মাঠে ৮ ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সব মিলিয়ে কিউইদের বিপক্ষে ৩৮ ওয়ানডেতে ১০টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৮ ম্যাচে। তবে সর্বশেষ ৭ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে তারা।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাট বাউজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকোনকি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।