বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে জ্যোতিরা
আজ মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হয়েছে।
বাংলাদেশ দুজন পেসারকে নিয়ে খেলতে নেমেছে, একাদশে আছেন ১৯ বছর বয়সী মারুফা ও রিতু মণি। অভিজ্ঞ জাহানারা ইসলামকে আজকের ম্যাচে বিবেচনা করা হয়নি। ভরসা রাখা হয়েছে স্পিন আক্রমণে, সুযোগ পেয়েছেন নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তাররা। টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ, আগের ৪ ম্যাচেই জেতে তারা।
এই বিশ্বকাপটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বিবেচনায় আসরটি সংযুক্ত আবর আমিরাতে নিয়ে যায় আইসিসি। তবে আনুষ্ঠানিক আয়োজক বাংলাদেশই।
বাংলাদেশ একাদশ: সাথি রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক ও অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ: সাসকিয়া হরলে, সারা ব্রাইস, ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), অ্যালিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডারসে কার্টার, ক্যাথরিন ফ্রেজার, র্যাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ, লর্না জ্যাক-ব্রাউন ও অলিভিয়া বেল।