টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক
বৃষ্টির হানা থাকলেও প্রথম ওয়ানডেতে ঠিক সময়েই টস হয়, বিরতি মাঝে মাঝে খেলাও হয় ৩৩.৪ ওভার। যদিও বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতেও টস ঠিক সময়ে হলো, তবে আজও আছে বৃষ্টির আনাগোনা। বৃষ্টির কারণে খেলা হয় কিনা, সেই শঙ্কাও আছে।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২ টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তাদের জায়গায় সুযোগ হয়েছে দুই পেসার হাসান মাহমুদ ও পেসার খালেদ আহমেদের। সিরিজে বিশ্রাম দেওয়া হলেও শুক্রবার দ্বিতীয় ওয়ানডের দলে যুক্ত করা হয় হাসানকে। একাদশে বোলার বাড়াতে তাকে দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের ১৪৬তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হচ্ছে খালেদের। যদিও জাতীয় দলে এক ফরম্যাটে অভিষেক হওয়ার পাঁচ বছর পর পর আরেক ফরম্যাটে অভিষেক হলো তার। ২০১৮ সালে টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। দেশের হয়ে ১২টি টেস্ট খেলেছেন তিনি। নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাট বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।