সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক
প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বেহাল দশা। চরম ব্যাটিং ব্যর্থতায় মেনে নিতে হয় বড় হার, যা ঘরের মাঠে ১৫ বছরের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে হার। তৃতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। জিতলে সিরিজ ড্র, হারলে ২০০৮ সালে পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ হারবে বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে সিরিজ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়েই আজ কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যাচে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে।
বিশ্বকাপের দল বাছাইয়ের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ দল তৈরি হয়ে যাওয়ায় এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে জাকিরের। গত বছর জাতীয় দলে অভিষেক হওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৩টি টেস্ট খেলেছেন।
বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে শান্তর। প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাসকে বিশ্রাম দেওয়ায় দায়িত্ব পেয়েছেন তিনি। চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডের পর পিঠের ব্যথার অস্বস্তির কথা জানান, তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়েছেন সৌম্য সরকার। তাসকিন আহমেদকে স্কোয়াডে ফেরানো হলেও পেটের পীড়ার কারণে তার খেলা হচ্ছে না। মেহেদী হাসান মিরাজও অসুস্থতার কারণে খেলছেন না।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ ।
নিউজিল্যান্ড একাদশ: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।