‘আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না’- বিসিবিকে বলেছেন তামিম
বাংলাদেশের বিশ্বকাপ মিশনে নেই তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক কারণ হিসেবে তামিমের চোটের কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচিক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাননি বলেই এমন সিদ্ধান্ত। সংবাদমাধ্যম তাদের খবরে এটাকেই তামিমের বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করে।
কিন্তু পরদিনই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে বাদ দেওয়া হয়নি। তামিম নিজেই দলে থাকতে চাননি। কী কারণে দলে থাকতে চাননি অভিজ্ঞ এই ওপেনার, সে সম্পর্কে অবশ্য মাশরাফি কিছু জানাননি। পরে তামিমই কারণটা জানিয়েছেন। তামিমের ভাষায়, নোংরামির মধ্যে থাকতে চাননি তিনি।
বুধবার ১২টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তামিম ঘোষণা দেন, বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়ার পর গত কয়েক দিনের ঘটনা তার ভক্তদের জানাবেন তিনি। ঘোষণা মাফিক বিকালে ১২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তামিম। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন।
বিসিবির উপর মহলের এক কর্তা তামিমকে প্রথম ম্যাচে খেলতে নিষেধ করেন, খেললেও নিচের দিকে ব্যাটিং করতে বলেন। ব্যাপারটি ভালোভাবে নেননি তামিম। তার ভাষায়, 'হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি খুশি ছিলাম। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনো দিন তিন-চারে ব্যাটিংই করিনি। এমন যদি হতো আমি তিন-চারে ব্যাটিং করি, ওপর-নিচ মানিয়ে নেওয়া যেত।'
কথাগুলো শুনে উত্তেজিত হয়ে যান তামিম, বিসিবির কর্তাকে অনেক কথাই শুনিয়ে দেন তিনি। যদিও সেটা এই ভিডিওতে বলেননি বাংলাদেশ ওপেনার। এতটুকু বলেছেন, 'আমার তিন-চারে-পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। আমি কথাগুলো ভালোভাবে নিইনি। উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ কথাগুলো পছন্দ হয়নি। মনে হচ্ছিল আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমার অমনই মনে হয়েছিল। তখন আমি বললাম দেখেন, আপনারা একটা কাজ করেন, যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে, তাহলে আপনারা আমাকে পাঠাবেন না।'
এরপরই তামিম জানিয়ে দেন, তিনি নোংরামির মধ্যে থাকতে চান না। সাবেক এই ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন আপনারা আমাকে একেকটা নতুন জিনিস ফেস করাবেন, আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না। তারপরও ফোনে উনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়। সেগুলো এই প্লাটফর্মে না বলাই ভালো। এটা আমার আর উনার মধ্যেই থাক। তারপরও বলেছি যদি এগুলো হয় আমাকে রাখবেন না। আমি এই নোংরামোর মধ্যে থাকতে পারব না।'