সুপার সাকিব-মিরাজে আফগানদের অল্পতেই আটকালো বাংলাদেশ
নেতার মতো করেই শুরুটা করে দিলেন সাকিব আল হাসান। ভালো শুরু করা আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক। অগ্রজের দেখানো পথে হেঁটে দারুণ বোলিং করলেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও করলেন দারুণ বোলিং। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের অল্প রানেই আটকালো বাংলাদেশ।
শনিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৩৭.২ ওভারেই শেষ হয়ে গেছে আফগানদের ইনিংস।
৮ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন সাকিব, বিশ্বকাপে এখন তার ৩৭ উইকেট। বিশ্ব আসরটিতে স্পিনারদের মধ্যে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আরও কৃপণ বোলিং করেছেন মিরাজ, ৯ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার। ৬.২ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ৬ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন। মুস্তাফিজ ৭ ওভারে দেন ২৮ রান, তার শিকারও এক উইকেট।
আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহিদি ১৮ ও আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারনেনি। শেষের ৪ উইকেট মাত্র ৬ রানে হারায় আফগানিস্তান।
নাজিবুল্লাহকে ফিরিয়ে ভেট্টরিকে ছাড়িয়ে গেলেন সাকিব
আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব আল হাসান আবারও আঘাত হানলেন, এবার তার শিকার নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশ অধিনায়কের করা স্টাম্পের উপরের ডেলিভারি খেলতে গিয়ে লাইন মিস করে আউট হন ৫ রান করা নাজিবুল্লাহ।
বিশ্বকাপে এটা সাকিবের ৩৭তম উইকেট। এই উইকেট দিয়ে বিশ্বকাপ রেকর্ডে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন সাকিবের। তার সামনে আছেন কেবল ইমরান তাহির ও সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন।
সাকিবের ছোবলের পর তাসকিন আহমেদ ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ নবীকে। ৩০ ওভারে ৬ উইকেটে আফগানদের সংগ্রহ ১২৬ রান। আজমতউল্লাহ ওমরজাই ৩ ও রশিদ খান শূন্য রানে ব্যাটিং করছেন।
হাশমতউল্লাহকে ফেরালেন মিরাজ, গুরবাজকে মুস্তাফিজ
পেসাররা যখন ব্রেক-থ্রু এনে দিতে পারছিলেন না, তখনই ত্রাথা হয়ে দেখা দেন সাকিব আল হাসান। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নেন তিনি। এবার আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
মিরাজের শিকার আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তাকে তুলে মারতে গিয়ে মিড অন সার্কেলের মাঝে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন ১৮ রান করা আফগান অধিনায়ক। পরের ওভারে গুরবাজকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। তার স্লোয়ার বলে শট খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন ৪৭ রান করা গুরবাজ।
২৬ ওভার শেষে ৪ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ১১২ রান, এই মুহূর্তে বেশ চাপেই আছে তারা। নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী এখনও রানের খাতা খুলতে পারেননি।
দ্বিতীয় শিকারও সাকিবের
ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর আবারও আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে আঘাত হানলেন সাকিব আল হাসান, এবার তার শিকার রহমত শাহ। বাংলাদেশ অধিনায়ককে খেলতে গিয়ে আকাশে ক্যাচ তোলেন আফগান এই ব্যাটসম্যান, সহজেই তা তালুবন্দি করেন লিটন কুমার দাস।
বিশ্বকাপে এটা সাকিবের ৩৬তম উইকেট, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। ৪ ওভারে ২ উইকেট তুলে নিতে অভিজ্ঞ এই স্পিনার খরচা করেছেন মাত্র ১৩ রান।
দারুণ শুরু করা আফগানদের একাই ভুগিয়ে যাচ্ছেন সাকিব। বাংলাদেশের পেসারদের সাবলীলভাবে খেললেও তার বিপক্ষে বেগ পেতে হচ্ছে তাদের। ১৬ ওভার শেষে ২ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৮৪ রান। রহমানউল্লাহ গুরবাজ ৩৪ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ১ রানে ব্যাটিং করছেন।
প্রথম উইকেট এনে দিলেন সাকিব
টস হেরে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান দারুণ শুরুই করেছিল। তাদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান সাবলীলভাবে খেলছিলেন বাংলাদেশের বোলারদের। তবে আফগানদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠলেন সাকিব আল হাসান। ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে এটা তার ৩৫তম উইকেট।
পেসারদের দিয়ে ৬ ওভার করানোর পর বল হাতে নেন সাকিব। প্রথম ওভারে ৭ রান খরচা করা অভিজ্ঞ এই স্পিনার নিজের পরের ওভারেই তোপ দাগলেন। মাত্র ১ রান খরচা করে তুলে নিলেন ইব্রাহিমের উইকেট।
সাকিবের করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লিগে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন আফগান ওপেনার। ১১ ওভার শেষে ১ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৫৮ রান। গুরবাজ ২৭ ও রহমত শাহ ৭ রানে ব্যাটিং করছেন।