চাপ কাটিয়ে মিরাজ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
আফগানিস্তানের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও সেই চাপ দলকে বুঝতে দিলেন না মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। বল হাতে আলো ছড়ানোর পর সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন মিরাজ, সময় উপযোগী ব্যাটিং করছেন শান্তও। এ দুজনের ব্যাটে জয়ের পথেই আছে বাংলাদেশ।
মিরাজ-শান্তর ব্যাটে ১৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৪ রান। ইতোমধ্যে ৪৭ রানের জুটি গড়েছেন তারা। মিরাজ ৩৫ ও শান্ত ১৬ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৩৫ ওভারে বাংলাদেশের দরকার ৮৩ রান।
উইকেট বিলিয়ে ফিরলেন তানজিদ তামিম, লিটনও সাজঘরে
কিছুদিন আগেই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে, এরই মধ্যে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন তানজিদ হাসান তামিম। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেকও হয়ে গেছে বাঁহাতি এই ওপেনারের। কিন্তু ম্যাচটি মনে রাখার মতো হলো না তরুণ এই ক্রিকেটারের। নিজের উইকেট অনেকটা বিলিয়ে সাজঘরে ফিরেছেন তামিম।
রান আউটে কাটা পড়ে বিদায় নিয়েছেন ১৩ বলে ৫ রান করা তামিম। আউট হওয়ার পেছনে লিটনের সঙ্গে ভুল বোঝাবুঝির চেয়ে তার দায়-ই বেশি। আফগান পেসার ফজলহক ফারুকীর করা পঞ্চম ওভারের প্রথম বলটি ফিরিয়ে শুরুতে দৌড় দিলেও একই পরই থামেন লিটন, হাত তুলে তামিমকে রান নিতে মানাও করেন তিনি।
কিন্তু ততোক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছেন তামিম। অবশ্য তখনও ফেরার সুযোগ ছিল তার। ফিল্ডার নাজিবুল্লাহ জাদরান বল কুড়িয়ে দ্রুত থ্রো করলেও তামিম আস্তে ধীরে পপিং ক্রিজে ফেরার চেষ্টা করেন। তার আগেই বল সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে।
তামিমকে হারানোর কিছুক্ষণ পর বিদায় নিয়েছেন লিটনও। ১৮ বলে ১৩ রান করা ডানহাতি এই ওপেনার ফজলহকের বলে বোল্ড হন। এগিয়ে গিয়ে ডিফেন্স করলেও বল ব্যাট ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। মেহেদী হাসান মিরাজ ৫ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ব্যাটিং করছেন।