বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে ফিরে মিরপুরে সাকিব
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে। সর্বশেষ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলেছে তারা, দুদিন পরে আরেকটি ম্যাচ। এমন সময়ে হঠাৎই দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা জানিয়েছে।
কী কারণে তার দেশে ফেরা, সেটা জানা যায়নি। তবে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে সাকিবকে। প্রবীণ কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে ম্যাচ খেলা বাংলাদেশ আজ কলকাতা যাচ্ছে। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। জানা গেছে এই ম্যাচের আগেরদিন (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
বুধবার দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে আসেন সাকিব। এরপর নাজমুল আবেদীনের সঙ্গে ইনডোরে শুরু করেন ব্যাটিং অুনশীলন। পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় আড়াই ঘণ্টা কেবল ব্যাটিং নিয়েই কাজ করেছেন তিনি।
এবারের বিশ্বকাপে দলের মতো সাকিবও খারাপ সময় পার করছেন। বল হাতে সাদামাটা পারফরম্যান্স করলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি। এ কারণেই ছেলেবেলার গুরুর দ্বারস্থ হয়ে ব্যাটিং নিয়ে কাজ করছেন সাকিব। বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে তার রান ৫৬, সর্বোচ্চ রানের ইনিংস ৪০। উইকেট নিয়েছেন ৬টি।