পাকিস্তানকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেও শেষ দুই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
মিরপুরে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার গড়ে দিয়েছেন বাংলাদেশের জয়ের ভিত।
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতল নিগার সুলতানা জ্যোতির দল। দুটি সিরিজই বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।
মিরপুরে পাকিস্তানের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রান তুলে ফেলেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ফারজানা ১১৩ বলে পাঁচ চারে ৬২ রান করেন। মুর্শিদা ১০৬ বলে ছয় চারে করেন ৫৪ রান।
এরপর অধিনায়ক জ্যোতির ১৮ ও সুবহানা মোস্তারির ১৯ রানের ইনিংস বাংলাদেশকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেয়। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসরা সান্ধু।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান। একমাত্র সিদরা আমিনই দলের ইনিংসে ভূমিকা রেখেছেন। এই ওপেনারের অপরাজিত ১৪৩ বলে তিন চারে ৮৪ রান ছাড়া দাঁড়াতে পারেননি আর কোনো পাকিস্তানি ব্যাটারই।
বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ৩৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান।