শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিলো আইসিসি
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কার আয়োজন করার কথা ছিল। কিন্তু দেশটি থেকে যুবাদের আসর সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে বোর্ড সভার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেটে সরকারের হস্তক্ষেপের কারণে সম্প্রতি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শ্রীলঙ্কা ক্রিকেটে প্রশাসনিক অনিশ্চিয়তার কারণে যুব বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাৎক্ষণিক এই সিদ্ধান্তের প্রভাব অবশ্য শ্রীলঙ্কার ক্রিকেটের ওপর পড়বে না। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সদস্যপদ স্থগিত হলেও শ্রীলঙ্কায় কোনো দ্বিপাক্ষিক সিরিজ, ঘরোয়া সিরিজ, টুর্নামেন্টসহ কোনো পর্যায়ের ক্রিকেট বাধাগ্রস্ত হবে না বলে মত দিয়েছে আইসিসি বোর্ড। তবে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলে বোর্ড মিটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। যেখানে বলা হয়েছে, 'শ্রীলঙ্কা ক্রিকেটের বক্তব্য শোনার পর আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, সদস্য হিসাবে তার দায়বদ্ধতা লঙ্ঘনের জন্য স্থগিত হওয়ার পরেও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে। এর জন্য স্বায়ত্তশাসিতভাবে এবং সরকারী হস্তক্ষেপ ছাড়াই ক্রিকেট পরিচালনা করতে হবে।'
অর্থাৎ, আইসিসির সদস্যপদ স্থগিত করা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের মাধ্যমেই পরিচালিত হতে হবে দেশটির ক্রিকেট। এভাবে চললে আইসিসির তহবিলের একটি সীমিত অংশ পাবে তারা। শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলেও আসরিটতে তারা অংশ নেবে বলে জানা গেছে।
আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যুবাদের আসরটি হওয়ার কথা ছিল। এই সূচি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির (১০ জানুয়ারি থেক ১০ ফেব্রুয়ারি) সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। এরপরও অবশ্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা জানিয়েছেন, একই সঙ্গে দুটি টুর্নামেন্ট আয়োজন করতে সমস্যা হবে না তাদের। ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প আয়োজক হিসেবে ভাবা হয়েছিল। তবে টুর্নামেন্ট আয়োজনে কমপক্ষে তিনটি ভেন্যু দরকার, ওমানের আছে মাত্র একটি। আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজন করলে খরচ বাড়বে, তাই দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয়েছে।