যৌন নিপীড়নের অভিযোগে আলভেসের নয় বছরের কারাদণ্ড দাবি
যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই জেলে আটক আছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেস। এবার তার শাস্তি হিসেবে নয় বছরের কারাদণ্ড দাবি করেছেন ভুক্তভোগীর আইনজীবিরা। সঙ্গে এক লাখ ৫০ হাজার ইউরো অর্থাৎ প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন তারা।
২০২২ সালের ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ পায় কাতালান পুলিশ। সেটির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই জেলে আছেন সাবেক এই বার্সেলোনা ও ব্রাজিল তারকা ফুটবলার।
বর্তমানে কাতালান পুলিশের জিম্মাতে আছেন আলভেস। সাবেক এই বার্সেলোনা তারকাকে এখন কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যেটি না করতে পারলে বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে তার সামনে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪০ টির বেশি শিরোপা জেতা আলভেসের বিরুদ্ধে একটি নাইট ক্লাবে একজন নারীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। তার নামে পুলিশের কাছে মামলা করে দেন ওই 'ভুক্তভোগী' নারী।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আলভেস, 'আমি সেদিন ওই জায়গায় ছিলাম এটি সত্যি। কিন্তু আমি কাউকে উত্যক্ত করিনি। ঈশ্বরের কসম! এই অভিযোগ সত্যি নয়।'