ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা
ইতিহাস গড়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চল থেকে খেলবে তারা। এই অঞ্চল থেকে সুযোগ পাওয়া আরেক দল হলো নামিবিয়া।
উগান্ডা বিশ্বকাপে জায়গা করে নিলেও ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পায়নি দেশটি।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে উগান্ডা। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে থাকা নামিবিয়ারও পয়েন্ট ১০, একটি ম্যাচ কম খেলেছে তারা।
রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে উগান্ডা। এবারই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেল আফ্রিকান দেশটি। প্রথমে ব্যাট করে পয়েন্ট তালিকার শেষে থাকা রুয়ান্ডা ১৮.৫ ওভারে করে ৬৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ফেলে উগান্ডা।