উগান্ডাকে বিধ্বস্ত করে শুরু আফগানিস্তানের বিশ্বকাপ
বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচের অভিজ্ঞতাটা সুখকর হলো না উগান্ডার জন্য। আফগানিস্তানের কাছে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফ্রিকান দলটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
শক্তি কিংবা অভিজ্ঞতায় উগান্ডার চেয়ে যোজন যোজন এগিয়ে আফগানিস্তান। সেটির দেখা মিলল মাঠের খেলাতেও। গুরবাজ-ফারুকিদের ব্যাট-বলের দাপটের সামনে দাঁড়াতেই পারল না উগান্ডা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উগান্ডা। দুই আফগান ওপেনার গড়েন ১৫৪ রানের জুটি। মাত্র ১৪.৩ ওভার খেলে এই রান তোলেন তারা৷ গুরবাজের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে চারটি করে চার ও ছয়ে ৭৬ রান। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান সমান ৪৫ বল খেলে নয় চার ও এক ছয়ে করেছেন ৭০ রান।
যদিও এই দুই ওপেনার পরপর ফিরে যাওয়ার পর আফগানদের রানের চাকা তেমন ঘোরেনি। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে রশিদ খানের দলের ইনিংস। উগান্ডার রিয়াজাত আলি শাহ ও কসমাস কিউয়েটা নিয়েছেন দুটি করে উইকেট৷
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম বশ্বকাপ ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। বল হাতে তাণ্ডব চালিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। এক বাঁহাতি মাত্র নয় রান খরচায় তুলে নেন পাঁচটি উইকেট। নাভিন উল হক ও রশিদ খান নিয়েছেন দুটি করে উইকেট।
রানের ব্যবধানে এটি বিশ্বকাপে চতুর্থ বড় জয়। আর বিশ্বকাপে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়া ইনিংসগুলোর মধ্যে চতুর্থ উগান্ডার ৫৮ রান। বড় ব্যবধানে জিতে রানরেটে বেশ এগিয়ে গেল আফগানরা।