উইকেট বৃষ্টি নামিয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংস শেষে আক্ষেপ-হতাশাই কাজ করার কথা বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ১৭২ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দলের ইনিংস। বল হাতে শুরুর পর অবশ্য সেই আক্ষেপ একটু হলেও কমার কথা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিন ভেল্কিতে একের পর এক উইকেট তুলে নিচ্ছে ঘরের মাঠের দলটি।
মাত্র ৪৬ রানেই ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশ। মিরাজের শিকার ৩ উইকেট, তাইজুল নিয়েছেন ২ উইকেট। ১২ ওভার শেষে ৫ উইকেটে কিউইদের সংগ্রহ ৫১ রান। ড্যারিল মিচেল ১২ ও গ্লেন ফিলিপস ১ রানে অপরাজিত আছেন।