বৃষ্টি বাগড়ায় খেলা শুরুতে বিলম্ব
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা আগেই শেষ হয়। আলোক স্বল্পতায় ৮.২ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ করে দুই অনফিল্ড আম্পায়ার। দ্বিতীয় দিন ১৫ মিনিট এগিয়ে ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরও খেলা শুরু হয়নি।
বুধবার রাত থেকে ঝরা বৃষ্টি এখনও থামেনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। মাঠকর্মী, আম্পায়ার বা খেলোয়াড়; কেউ-ই মাঠে নেই। গুড়িগুড়ি বৃষ্টি ঝরেই যাচ্ছে। বৃষ্টি থামার সম্ভাবনাও কম। বৃষ্টি আরও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
ব্যাট হাতে হতাশার সময় গেলেও প্রথম দিনের শেষ বিকেলে বল হাতে তা পুষিয়ে নেয় বাংলাদেশ। মাত্র ১২ ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। তাই প্রথম ইনিংসে বড় সংগ্রহ না গড়ার পরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।
৫ উইকেটে ৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে ১১৭ রানে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে নিজেদের এগিয়ে থাকার কথা জানান বল হাতে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার বলেন, 'অবশ্যই আমরা নিজেদের এগিয়ে রাখছি। কারণ আমরা ওদের ৫ উইকেট ফেলে দিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা।'
'আমরা চেষ্টা করেছি যতো দ্রুত ওদের অলআউট করতে পারি। এবং আমরা যতো লিড নিতে পারি, যা আমাদের জন্য সুবিধার। প্রথম ইনিংসে আজ দেখেছেন এখানে রান করা কতো কঠিন। প্রতিটা রানই অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি ওদের ভালো একটা লিড দিতে পারি, তখন আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে।' যোগ করেন তিনি।