বাংলাদেশের বড় হারে সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ
সিরিজ জেতা হলো না বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে সিরিজ শেষ হলো ১-১ সমতায়। বাংলাদেশকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নিগার সুলতানা জ্যোতির দলের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের দেওয়া মাত্র ৯৫ রানের লক্ষ্য প্রায় পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। অধিনায়ক লরা উলভার্ট সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন।
টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। ৬২ বলের ইনিংসে দুটি চার মেরেছেন তিনি। স্বর্ণা আক্তার ১৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেললে দলের সংগ্রহ কিছুটা দেখার মতো হয়।
তবে এই অল্প পুঁজি যথেষ্ট ছিল না বাংলাদেশের বোলারদের জন্য। হেসেখেলেই লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।